Main Menu

আখাউড়া পৌরসভায় সাধারন কমিশনার পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

+100%-

akura election
পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় সাধারন কমিশনার পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আখাউড়া পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো: আলাউদ্দিন আল মামুন জানিয়েছেন, ৩নং ওয়ার্ডের মো: রফিকুল ইসলাম খাদেমের হলফনামায় ভুল থাকায় ও ৬নং ওয়ার্ডের মো: জহিরুল ইসলামের আবেদন প্রত্র সঠিক না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে যাচাই বাছাই এর পরে এই পৌরসভায় আবেদনকারী ৭জনের মধ্যে ৭ জনই মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদেও ৯জনের মধ্য ৯জনই প্রতিদন্ধিতার সুযোগ পাচ্ছেন। আর কাউন্সিলর পদে পাচ্ছেন ৪১জন, যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৩জন।