আখাউড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা : ২০ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
রোববার বিকালে আখাউড়া উপজেলার খরমপুর বাইপাস চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে ও আখাউড়া থানার সার্বিক সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে অবৈধ ও বেআইনিভাবে চালিত মোটক বাইক চেকিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে ৩৫ টি মটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা ও চেকিং করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ২০ টি মোটর সাইকেল আরোহিকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়।
খবর নিয়ে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর ও কসবার কিছু মোটরসাইকেল আরোহী মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত বলে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া মটরসাইকেলসহ যেকোন গাড়ীকে আইনের আওতায় আনার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় আখাউড়া থানার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন।