Main Menu

আখাউড়ায় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ সোহেল রানা গ্রেপ্তার

+100%-

আখাউড়ায় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে পৌর এলাকার দেবগ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোহেল আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠজন। সাবেক আইনমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিলেও দলটির কোনো পদ-পদবীতে ছিলেন না তিনি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, ৫ আগস্টে বাইপাস এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনায় মো. সাকিল নামের একজনের দায়ের করা মামলায় এজহারনামীয় আসামি শেখ সোহেল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলটির সঙ্গে ভিড়েন ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ সোহেল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন তাকজিল খলিফা কাজলের সঙ্গে সখ্যতায় ঠিকাদারি ব্যবসায় তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। বিশেষ করে পৌরসভার সব ধরনের কাজ ছিল শেখ সোহেলের নিয়ন্ত্রণে।






Shares