Main Menu

আখাউড়াতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৮

+100%-

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের রাধানগরে রোববার রাতে এক পক্ষের সশস্ত্র হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ৩জনকে আখাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ১ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, “রাত পোনে ১০টায় আখাউড়া রাধানগর রানিংরোমের পাশে শাহ আলম মিয়ার সাথে শরীফ হোসেন ওরফে ফুল মিয়ার ছোট ভাই ঝগড়ায় লিপ্ত হয়। শাহ আলম মিয়ার লোকজন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে ফুল মিয়ার বাড়িতে হামলা চালায়। “এই হামলায় আহত হয় পিয়ারা বেগম (৬০), ইউনুছ মিয়া (৩৭), পারুল বেগম (২৮), আল আমীন (২৮), মুক্তা আক্তার (২০), শরীফা বেগম (৩৫), রফিকুল ইসলাম (৩০) আমীর হোসেন (১৮)। আহতদের মধ্যে ইউনুছ ও পারুলকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিয়ারা বেগমকে মুর্মুর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে পাঠানো হয়েছে।আখাউড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান- ওসি মোশারফ হোসেন তরফদার, ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিনসহ কয়েকজন পুলিশ।

শরীফ হোসেন ওরফে ফুল মিয়া জানায়, “আগামীকাল আমার ছেলের সুন্নতে খতনা উপলক্ষ্যে বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি অবস্থায় জজ মিয়ার ছেলেরা ও তাদের সঙ্গীয় ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার আত্মীয় স্বজনসহ পরিবারের ১০জনকে বেদম পিটিয়ে আহত করেছে।এ ব্যপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানায়,” পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে।”






Shares