সেতু সংস্কার:: রবিবার পর্যন্ত আখাউড়ায় আমদানি-রফতানি বন্ধ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন একটি সেতু সংস্কারের জন্য শুক্রবার সকাল থেকে রবিবার পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
তবে বন্ধের সময় দুই দেশের (বাংলাদেশ-ভারত) পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, স্থলবন্দর সংলগ্ন জাজি নদীর বেইলি সেতুটি সংস্কারের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এ জন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে আবার বন্দরের কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।