আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাঁটা পড়ে পাভেল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশনের ওভারব্রীজের পাশে এই ঘটনা ঘটে।
পাভেল আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস টেনের যাত্রী পাভেল চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের ওভারব্রীজের পাশে ট্রেনের নিচে কাঁটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে।
« জেলাবাসীকে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ঈদুল ফিতরের অভিনন্দন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অভিযান:: ০৬ কেজি গাঁজা ১০০ বোতল ফেন্সিডিল এবং ৪৮ বোতল হুইস্কি আটক »