Main Menu

৪ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ !!

+100%-


জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের ৪ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে । অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যত। পূর্ব বিরোধের জেরে সংর্ঘষের সময় আহত এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ওই গ্রামের জুলহাস মিয়ার পরিবার গ্রাম ছাড়া হয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়ানোতে সপ্তাহ যাবত বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় তাদের লেখা পড়া বন্ধ হয়ে গেছে।

বিবরণে প্রকাশ, পূর্ব বিরোধ কেন্দ্র করে মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের জুলহাস মিয়ার সাথে গত ২১মে একই এলাকার বৃদ্ধ নজির হোসেন (৫৫) এর বাক বিতন্ড ও মারামারি হয়। এতে আহত হয়ে ঐ বৃদ্ধ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। বৃদ্ধের মৃত্যুর পর থেকে তার পক্ষের লোকজন দফায় দফায় জুলহাস মিয়ার বাড়িতে সশস্ত্র হামলা ভাংচুর মালামাল লুট করছে। এ অবস্থায় জীবন বাঁচাতে অন্য এলাকায় পালিয়ে বেড়াচ্ছে জুলহাস মিয়া এবং তার ভাই মৃত হুমায়ুন মিয়ার পরিবারের সদস্যরা। গত ২৯ মে জুলহাস মিয়ার বাড়িতে আগুন দেয়া হয়। লুটে নেয়া হয় ২ পরিবারের মালামাল, গবাদী পশু, লিচু ও কাঁঠাল বাগানের কয়েক লাখ টাকার ফল। এ অবস্থায় জীবন বাঁচাতে পালিয়ে থাকার কারনে জুলহাস মিয়ার কন্যা সপ্তম শ্রেণী পড়ুয়া রিয়ামনি, দ্বিতীয় শ্রেণী পড়ুয়া কন্যা লামিয়া, পঞ্চম শ্রেণী পড়ুয়া পুত্র রনি ও অষ্টম শ্রেণী পড়–য়া ভাতিজা শামীম বিদ্রালয়ে যেতে না পাড়ায় ২ সপ্তাহ যাবত তাদের লেখাপড়া বন্ধ রয়েছে।



« (পূর্বের সংবাদ)



Shares