আখাউড়ায় বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম হিরোইন, ১টি ষ্টিলের হিরোইন মাপার নিত্তি এবং হিরোইন ও ইয়াবা সেবন খাওয়ার ফুয়েল পেপারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার সকালে ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে র্যাব সদস্যরা আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মরহুম ইউসুফ ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে এই মাদকসহ মাদক ব্যবসায়ী আল আমিন-(৩০) নামক এক যুবককে আটক করে। আটক আল-আমিন মনিয়ন্দ গ্রামের মরহুম হেবজু মিয়ার ছেলে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মরহুম ইউসুফ ভূইয়ার স্ত্রী ইছমত আরা (৫৫) পালিয়ে যায়। র্যাব জানায় উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক পৌনে ৪ লাখ টাকা। পরে উদ্ধারকৃত মাদক সহ আটক আল-আমিনকে আখাউড়ায় থানায় সোপর্দ করা হয়।
« সরাইলে যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা:প্রত্যাহারের দাবী, হরতালের ঘোষনা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শীতার্তদের সহযোগিতায় হোটেল রেস্তোরা সংগঠনের মত আরো অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসতে হবে – জেলা প্রশাসক »