Main Menu

আখাউড়ায় এলাকাবাসীর সঙ্গে বিজিবি’র আলোচনা

+100%-


বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. জিল্লুল হক বলেছেন, ‘সীমান্তের হত্যাকান্ড শূণ্যের কোটায় নামিয়ে আনতে চেষ্টা করছে বিজিবি। এ বিষয়ে বিএসএফও খুব আন্তরিক। আশার বিষয় হচ্ছে, গত এক বছরের ব্রাহ্মণবাড়িয়া, ফেণী ও কুমিল্লা সীমান্তে কোনো হত্যাকান্ড ঘটেনি’।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসীকে নিয়ে বিজিবি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কর্ণেল জিল্লুল হক ওই সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তসলিম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাম্মাদ হোসেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সাংবাদিক মো. আল-আমীন শাহীন, ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা মো. শরীফুল ইসলাম প্রমুখ।
সেক্টর কমান্ডার জিল্লুল হক জানান, বিজিবি মাদক পাচাররোধেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেউ মাদক পাচারকারিদের সম্পর্কে তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে তার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে। ইতিমধ্যেই আখাউড়ার মাদক ব্যবসায়িদের তালিকা নতুন করে তৈরি করা হচ্ছে। সেই অনুযায়ি ব্যবস্থাও নেওয়া হবে।