Main Menu

আখাউড়ায় যুবকের লাশ উদ্ধার

+100%-

আখাউড়া রেল জংশনের পাশ থেকে ২৫ বছর বয়সী এক অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। যুবকের শরীরে ধাড়ালো অস্ত্রের আঘাত আছে। আজ সোমবার আখাউড়া রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
জানা গেছে, সোমবার সকালে আখাউড়া রেল জংশন সংলগ্ন কবরস্থান এলাকায় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আখাউড়া রেল ওয়ে থানার ওসি নূরুল আমীন জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। যুবকের শরীরে আঘাতের চিহ্ন আছে। রাতের কোন এক সময় তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে।






Shares