Main Menu

আখাউড়ায় ১২শ কেজি পিরানহা মাছ আটক

+100%-

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় ১২শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাঁচটি ট্রাক আটক করে ট্রাক থেকে এসব মাছ উদ্ধার করে।বিজিবির আখাউড়া অঞ্চলের গোয়েন্দা বাহিনীর সদস্য জসীম উদ্দিন, পাঁচটি ট্রাকে মোট ৪৯টি ঝুড়িতে এসব মাছ রাখা ছিল। প্রতি ঝুড়িতে ছয় মণ করে মোট ১১ হাজার সাতশ ৬০ মণ মাছ আটক করা হয়েছে বলে জানান তিনি।