Main Menu

আখাউড়ায় বিজিবি-বিএসএফ বৈঠক

+100%-

প্রতিনিধি : আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার আখাউড়া আইসিপি ফাঁড়িতে প্রায় তিন ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মেজর শাহজাহান জী, সঙ্গে ছিলেন ১২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক এম.ডি আহসান হাবিবসহ সাত জন সদস্য।
বিএসএফ ৬ সদস্য বিশিস্ট প্রতিনিধি দলে পশ্চিম ত্রিপুরার গোকুল নগরের ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সি চিতার পাল এর নেতৃত্বে ছিলেন স্টাফ অফিসার মনোজ কুমার চাঁদ, কোম্পানী কমান্ডার সি  পি এস পিমাসহ অন্যান্যরা।
বৈঠক শেষে ১২ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর শাহজাহান জী সাংবাদিকদের জানান, সীমান্তের বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্যার সমাধান,এবং দুদেশের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতর রার লে এটি ধারাবাহিক নিয়মিত বৈঠক।
তিনি জানান, সম্প্রতি জেলা পর্যায়ে দু দেশের সীমান্ত বৈঠক এবং সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে এই বেঠকে আলোচনা হয়েছে। বৈঠকে দুপই সীমান্তের অপরাধ রোধ, সৌহার্দ সম্প্রীতি শান্তিপূর্ণ অবস্থা সমুন্নত রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেছে।
ব্রিফিং এর সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সহ-সভাপতি আল আমীন শাহীন,  আখাউড়া প্রেস কাবের সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মানিক মিয়া,  সদস্য সচিব  জুটন বণিক, সমীর চক্রবর্তীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Shares