আখাউড়া-কুমিল্লা-ঢাকা পথে চলবে ডেমো ট্রেন
প্রতিনিধি : নারায়নগঞ্জের পর ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমো ট্রেন এবার চলবে আখাউড়া থেকে। আগামী ১৫ দিনের মধ্যে আখাউড়া থেকে কুমিল্লা হয়ে ঢাকা এবং আখাউড়া-সিলেট-আখাউড়া পথে এক জোড়া ডেমো ট্রেন চলচল করবে বলে রেলসূত্র নিশ্চিত করেছে। আখাউড়া লোকোসেড সূত্র জানায়, আখাউড়া-কুমিল্লা,কুমিল্লা-ঢাকা এবং আখাউড়া সিলেট,সিলেট আখাউড়া পথে এক জোড়া ডেমো ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়ে রেলওয়ে কর্তপক্ষ। এর মধ্যে আখাউড়া-কুমিল্লা ঢাকা পথে চলাচলকারি ডেমোতে প্রায় ১২’শ যাত্রী এবং আখাউড়া-সিলেট-আখাউড়া পথে চলাচলকারি ডেমোতে ৬ থেকে ৭’শ যাত্রী। রেলওয়ের সহকারি যান্ত্রীক কর্মকর্তা (ঢাকা) টি.এ চৌধুরী জানান,রেলওয়ের ফরমালিটিজ শেষে আগামী ১৫ দিনের মধ্যে উল্লেখিত পথে ডেমো চলাচল শুরু করবে বলে আশা করা যায়। চট্ট্রগ্রাম থেকে আখাউড়া লোকোসেডে আসার পর চিনের প্রতিনিধিরা এক দিনের মধ্যে ট্রেনের যান্ত্রীক কাজ শেষ করবেন। |