প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহনের প্রক্রিয়ার প্রতিবাদে ও অধিগ্রহণ থেকে আখাউড়ার মোগড়া বাজার এবং বাজার এলাকার ৫ শতাধিক দোকান, বাড়ি-ঘর, মসজিদ, মন্দির রক্ষার দাবিতে রবিবার আখাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলার মোগড়া বাজারে অনষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে। বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মিলন ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, দশভূজা কালি মন্দির কমিটির সভাপতি রতন পাল, ইউপি মেম্বার ফারুক মিয়া, হুমায়ূন কবির, সেলিনা বেগম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন,‘যে স্থান দিয়ে ডাবল লাইন নির্মানের পরিকল্পনা করা হচ্ছে তা বাস্তবায়িত হলে হাজার বছরের ঐতিহ্যবাহী মন্দির, মসজিদ, বাজার, ইউনিয়ন পরিষদ ভবন, বৃটিশ আমলের স্থাপনাসহ শত শত ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবেন। তাছাড়া এ কাজে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহন করার প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করা হয়। সমাবেশ বক্তারা ক্ষতির পরিমান কমাতে বিপরীত পাশ দিয়ে রেললাইন নির্মানের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষনা দেওয়ার হুমকি দেন বক্তারা।
|