আখাউড়ায় গাঁজা-ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় গাঁজা-ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে অভিনব কায়দায় পানের দোকানে গাঁজা বিক্রিকালে মোহাম্মদ আলী ওরফে রঞ্জিত সাহা এবং ফেনসিডিলসহ ইকবাল হোসেন নামের আরেকজনকে গ্রেফতার হয়। এসময় তাদের জিম্মা থেকে এক কেজি গাঁজা এবং পাঁচ লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা সদরের সড়কবাজারের নিজের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, ‘আখাউড়া উপজেলা সদরের সড়কবাজারে পান বিক্রির অন্তরালে দীর্ঘদিন ধরে স্টিক বানিয়ে গাঁজা বিক্রি করে আসছিল মোহাম্মদ আলী ওরফে রঞ্জিত সাহা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকারের স্টিক বানিয়ে রাখা অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে উপজেলার আনোয়ারপুর এলাকা থেকে পাঁচ লিটার ফেনসিডিলসহ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। |
« গুলি-পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী লেনিন গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু »