ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্ধর্ষ ডাকাতি-এক ডাকাত গ্রেফতার



![]() ডাকাতির শিকার মো.মাসুদ মিয়া জানান, ভোর চারটার দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ সাড়ে তিনলাখ টাকা, দেড় ভরি স্বর্নলঙ্কার,মোবাইল ফোনসেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়। এসময় হুমায়ুন নামে এক ডাকাতকে চিনে ফেলেন তারা। পরে সকাল সাতটার দিকে এলাকাবাসীর সহায়তায় ওই এলাকা থেকেই তাকে আটক করা হয়। তার কাছ থেকে ডাকাতির সময় লুটে নেওয়া মোবাইল ফোনসেট এবং ডাকাতির সময় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। আখাউড়া থানার উপ-পরিদর্শক(এসআই) মো.মহসিন ভূইয়া জানান,‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রেফতারকৃত হুমায়ুন মিয়াকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।’ তবে এসআই মহসিন এ ঘটনাকে চুরি বলে আখ্যায়িত করেন। |
« ঘাতক মা গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কাসবায় অজ্ঞাত কারনে নিহত এক »