মাতৃভাষা দিবসে আখাউড়ায় দুদেশের মানুষের মিলনমেলা
আরাফাত আহমেদঃ আখাউড়া স্থলবন্দর নোম্যান্সল্যান্ডে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে পালিত হবে। সকাল সাড়ে ৯টায় সীমান্তের নোম্যান্সল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে দুদেশের রাজনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা।এ অনুষ্ঠানকে ঘিরে আখাউড়ায় উৎসব আমেজ বিরাজ করছে। স্থলবন্দরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।অনুষ্ঠানে দুদেশের কবিরা আবৃত্তি এবং শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ ধরনের আয়োজন এটাই প্রথম।ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন এবং আগরতলা নিহারিকা লিটলম্যাগ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে আগরতলা তথ্য ও সাংস্কৃতি অধিদপ্তর।অনুষ্ঠানে ত্রিপুরার শিক্ষা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী কবি অনিল সরকার,ত্রিপুরা শিল্প উন্নয়ন,নিগমের সভাপতি বিধায়ক পবিত্র কর,ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মুকতাদির চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহআলম,ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আব্দুল মান্নান ছাড়াও দুদেশের কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।দুদেশের বাংলা ভাষাভাষি মানুষের মধ্যে সংস্কৃতি বিনিময় এবং ঐক্যের বন্ধনকে দৃঢ় করতেই এ অনুষ্ঠানের আয়োজন। এ আয়োজনে উভয় দেশের হাজারো মানুষ অংশ নেবে বলে সবাই আশা করছে। রোববার দুপুরে নোম্যান্সল্যান্ডে দুদেশের আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সম্পর্কে দুদেশের সাংবাদিকদের জানানো হয়।