ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় আব্দুর রহমান হারুন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন (৩২) হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুর রহমান হারুন চুনারুঘাট উপজেলার ওলুকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে বলে ইমিগ্রেশন ওসি জানিয়েছেন।
« প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপান করে যুবকের আত্মহত্যা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী ছিনতাইকারী নাটোরে গ্রেফতার »