Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান: ১২০ কেজি গাঁজাসহ ০১টি প্রাইভেট কার আটক

+100%-

অদ্য ০৭ আগস্ট ২০১৭ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মুগড়াবাজার নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে একটি মাদকদ্রব্য চোরাচালানী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ কেজি ভারতীয় গাঁজা এবং ০১ টি প্রাইভেট কার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে একজন আসামী যার ঠিকানা শ্রী অমৃত মোহন (৪০) পিতা- ললিত মোহন, গ্রাম- ঘাগুটিয়া, পোস্ট- কর্মমঠ, থানা- আখাউড়া, জেলা- বি-বাড়ীয়া নামে পলাতক রয়েছে এবং আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও অদ্য ০৭ আগস্ট ২০১৭ তারিখ বিষ্ণপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কালাছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয় অপরদিকে গোসাইস্থল বিওপির টহল দল আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় নাঃ সুবেদার মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে জগনাথপুর নামক স্থান থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোন আসামীকে আটক করা যায়নি।প্রেস বিজ্ঞপ্তি:






Shares