Main Menu

পৌর নির্বাচনের ভোট গণনার কারণে শনিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

+100%-

2308121345765460akhaura-bandar
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনের ভোট গণনার কারণে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে জানান, ভোটগ্রহণের জন্য গত বুধবার ভারতীয় ব্যবসায়ীরা পণ্য নেননি। এখন ভোট গণনার জন্য শনিবারও তাঁরা পণ্য নেবেন না বলে জানিয়েছেন ।

তিনি বলেন, আমাদের দিক থেকে কোনো ধরনের সমস্যা নেই। তারা পণ্য আমদানি করতে অনিহা প্রকাশ করেছে। তাই আগামীকাল শনিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শনিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল থাকবে স্বাভাবিক।

শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথর,সিমেন্ট, ছোট-বড় মাছসহ প্রায় অর্ধশতাধিক পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যসহ ৭টি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়। গত বৃহস্পতিবার ওই রাজ্যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।






Shares