Main Menu

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

+100%-

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে অভ্যন্তরীণ কোন্দলে বাংলাদেশের রপ্তানিদ্রব্য মালামালের নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়। গত বুধবার এ স্থলবন্দর দিয়ে ১০ হাজার ৪শ’ ৯০ কেজি মাছ আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। কিন্তু ত্রিপুরা বিবদমান দু’টি দলের কারণে মাছগুলো বন্দরে নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছি।

স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে জানা যায়, আগরতলায় বিজেপি ও কংগ্রেসপন্থী ব্যবসায়ীদের মাঝে দ্ব›দ্ব চলছিল। পাশাপাশি আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোকন ভৌমিকের সঙ্গেও তার পার্টনারদের আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছে। এরই মধ্যে খোকন ভৌমিক ব্যবসায়িক কাজে বাংলাদেশে চলে আসেন। এতে করে তার পার্টনাররা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আমদানি করা মাছ, পাথর ও তুলাসহ বিভিন্ন পণ্য বন্দরের প্রধান ফটকে আটকে দেন। এতে করে ওই দিন সকাল সাড়ে ৭টায় প্রবেশ করা প্রায় ২২ লাখ ৫ হাজার ৯শ’ টাকার মাছ অনুরোধ করে সন্ধ্যার ৭টার দিকে ছাড়িয়ে নেন আগরতলার ব্যবসায়ীরা। তবে সবগুলো মাছ পচে নষ্ট হয়ে গেছে বলে জানা যায়।সূত্র: ইনকিলাব