Main Menu

আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামী এবং মাদকসহ দূইজন আটক।

+100%-
আখাউড়ায় ২০০ বোতল ফেন্সিডিলসহ বাবুল মিয়া ওরফে কালা বাবুল এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী আটক করেছে থানা পুলিশ !
আখাউড়া থানার পৃথক অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ বাবুল মিয়া (৩৫) ওরফে কালা বাবুল এবং মাদকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত  মোঃ রুহুল আমিন (৩৮) কে আটক করেছে থানা পুলিশ,
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গেলরাত অভিযান চালিয়ে তাদের দূজন কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, কালা বাবুল অত্র উপজেলার মনিয়ন্দ ইউপির ধর্মনগর গ্রামের তালেব আলীর পুত্র এবং একই এলাকার বাসিন্দা আঃ জলিল মিয়ার ছেলে  রুহুল আমিন। এর মধ্য রুহল আমিনের বিরুদ্ধে ২০০৮ সালে দায়ের করা একটি মাদক মামলায় আদালত কতৃক ৩ বছরের কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করে রায় ঘোষনার পর থেকে সে পলাতক রয়েছে, কালা বাবুল এলাকার চিহ্নিত মাদক সম্রাট।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে অত্র থানার ওসি জনাব মোশারফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন ফেরারী আসামী রুহুল আমিন কে ধরতে পুলিশের অনেক বেগ পেতে হয়েছে,  সে একটা ফাজিল লোক,  তিনি আরো বলেন মাদকসহ উক্ত আসামীদ্বয় কে আইনগত ব্যবস্থা গ্রহন পুর্বক আদালতে প্রেরন করা হয়েছে।





Shares