আখাউড়ায় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই সীমিত
আখাউড়া প্রতিনিধি:: আজ রবিবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এ ধাপে দেশের ১০৭টি উপজেলার ভোট হচ্ছে। ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান ও ভোটের সব সরঞ্জাম থাকার পরও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভোট কেন্দ্রে ভোট দিতে না আসায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজ সরেজমিনে আখাউড়ার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, হাতে গোনা কয়েকজন ভোটার ছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে।অনেক সাধারন নারী ভোটার আজ যে ভোট গ্রহণ হচ্ছে সেটাও জানেনা।
উল্লেখ, আখাউড়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তবে আজ শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
« রবিবার ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় নির্বাচন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় ইসলামী ব্যাংকের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »