Main Menu

আখাউড়ায় অসহায় এক মেয়ে শিল্পীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান

+100%-

ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিন ইউনিয়নের কালিকাপুর(বীরচন্দ্র পুর) গ্রামের একটি অসহায় পরিবারের মেয়ের চিকিৎসার জন্য গতকাল(১৮ মার্চ) ব্রাক্ষণবাড়িয়ায় সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে বিকেল ৪ টায় নগদ ২৫,০০০ হাজার টাকার চেক প্রদান করেন সামাজিকে সেবামূলক সংগঠন “আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”।
চেকটি গ্রহণ করেন শিল্পীর বাবা মো ইরন মিয়া।

ফেসবুকে মো আল আমিন ভূঁইয়ার দেওয়া একটি আর্থিক সহযোগিতার পোষ্ট নজরে পরেন অত্র সগঠনের যুগ্ন সাধারণ স¤পাদক জনাব মোঃ জুয়েল(জয়)ভুঁইয়ার। পরে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় পরিবারের সহযোগিতায় এগিয়ে আসেন “আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”।

আনুদানের পাশাপাশি অসহায় পরিবারের ব্যপারে সব ধনের সহযোগিতার আশ্বাস দেন “আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”এর যুগ্ন সাধারণ স¤পাদক জনাব মোঃ জুয়েল(জয়)ভুঁইয়া।
এই সময় উপস্থিত ছিলেন, সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, “আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”এর যুগ্ন সাধারণ স¤পাদক জনাব মোঃ জুয়েল(জয়)ভুঁইয়া, আল-শিফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো আল আমিন ভূঁইয়া, আখাউড়া দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ”এর সমাজ কল্যাণ স¤পাদক লিটন ভুঁইয়া,মো.বিনয় চৌধুরীসহ প্রমুখ।