১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজা,স্কোপ এবং হুইস্কিসহ আসামী আটক
ডেস্ক ২৪:: ২৯ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা , ১৭ বোতল স্কোপ এবং ৯৩ বোতল হুইস্কিসহ ০১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৯ এপ্রিল ২০১৬ তারিখ বিকার ৯টায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ বোতর স্কোপসহ ০১ (এক) জন আসামী আটক করেছে বিজিবি জওয়ানেরা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ আশিক মিয়া (২৭), পিতা- মৃত বাসু মিয়া, গ্রাম-নোয়াবাদী, ডাকঘর- মেরাসনি থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামী মোঃ আশিক মিয়াকে মাদক বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে। অপরদিকে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিরদার মোঃ ইউনুস আলী এর নেতৃত্বে কসবা উপজেলার মিনার কোট সীমান্ত এলাকা থেকে ৪৮ বোতল হুইস্কি এবং মঈনপুর সীমান্ত ফাঁড়ীর অভিযানে হাবিলদার মোঃ মাহফুজ এর নেতৃত্বে ৩৯ বোতল হুইস্কি , ১৭ বোতল স্কোপ এবং ০১ কেজি গাঁজা আটক করেছে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।