১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিভিন্ন প্রকার মাছ এবং ফেনসিডিলসহ মহিলা আটক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজিসহ বাংলাদেশী বিভিন্ন প্রকারের মাছ এবং একজন আসামীসহ ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ভোর সাড়ে ৫টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে বাংলাদেশী ৩২ কেজি বাটা, ৯০ কেজি শিং, ২৫ কেজি জাটকা ইলিশ, ০৩ কেজি পুঁটি মাছসহ একটি সিএনজি চালিত অটোরিক্সাকে আটক করেছে বিজিবি। এছাড়া একই উপজেলার শিবনগর এলাকা হতে একই সময়ে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ী কর্তৃক পরিচালিত অপর এক অভিযানে ৩২ কেজি কাতল ও ২০ কেজি মৃগেল মাছ উদ্ধার করা হয়।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কর্তৃক বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর এলাকা হতে সকাল ৭টায় ১০০ কেজি কাস্কি মাছ আটক করে। অপরদিকে বেলা সাড়ে ৯টায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর টহল দল কর্তৃক ঐ উপজেলার কাশিমপুর এলাকা হতে ৩০ কেজি চাপিলা এবং ১৪ কেজি চিংড়ি মাছ আটক করে। আটককৃত মাছ গুলি পঁচনশীল হওয়ায় নিলামে বিক্রয় করা হয়।
এছাড়াও বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজার হতে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় অভিনব কায়দার বডি ফিটিং অবস্থায় ১৭ বোতল ফেনসিডিলসহ মোছাঃ মর্জিনা খাতুন(৪০), স্বামী-আঃ রফিক, গ্রাম+ডাকঘর ঃ শম্ভুপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে আটক করে। আটককৃত আসামী মোছাঃ মর্জিনা খাতুনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ঐ টহল দল কর্তৃক একই স্থান হতে সাড়ে ৯টায় ২২ বোতল ফেনসিডিল আটক করে। সিএনজিসহ আটককৃত মালামালের আনুমানিক মূল্য নয় লক্ষ চল্লিশ হাজার টাকা।