শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
গতকাল শনিবার সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার গবেষক সাদা মনের মানুষ মুহম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, গভঃ মডেল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ খান, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব সাঈদুর রহমান সর্দার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হামজা মাহমুদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আর. এস. এম ওসমান গণি সজিব, জেলা স্বাউটস্ এর সম্পাদক ও লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, কোকিল টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম ফোরকান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মোঃ তফসির।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে অনেক সুনাম রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের হারানো ঐতিহ্য ফিরে পাচ্ছে। এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও প্রফেসর ফাহিমা খাতুন অনেক কাজ করে যাচ্ছেন। তিনি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষা অর্জন করে জাতির গর্বিত সন্তান হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তোমাদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন।প্রেস বিজ্ঞপ্তি