মাদক থেকেই সকল অপরাধের সৃষ্টি: বিজিবি অধিনায়ক শাহ আলী
মো: জিয়াদুল হক বাবু বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির উদ্যোগে বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তোরন ( ¯¦ল্পোন্নত হতে উন্নয়নশীল ) উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে মাদক ও জঙ্গীবাদ বিরোধী প্রচারনা সম্পর্কে ক্লাশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের হল রুমে অধ্যক্ষ মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে মাদকের কুফল ও জঙ্গী বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৫ বর্ডারগার্ড বিজিবির অধিনায়ক লে: কর্নেল শাহ আলী বলেন ,মাদক মানুষের মরণ এনে দেয় এবং মাদক থেকেই সকল অপরাধের সৃষ্টি হয় তাই শিক্ষার্থীদের মাদক মুক্ত থেকে মনুযোগ দিয়ে লেখা পড়া করতে হবে এবং দেশর উন্নয়নে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে । এসময় উপস্তিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বাহাউদ্দিন ,প্রেসক্লাব বিজয়নগরের সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু ,পলিটেকনিকের বিভাগীয় প্রধান প্র মনিরুল হক ,মোস্তাফিজার রহমান প্রমোখ। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রায় ৫ শতাধিক লোক মাদক সেবন বিরোধী শপত গ্রহন করেন ।