Main Menu

বিজয়নগরের উন্নয়নকে কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা_বিভাগীয় কমিশনার মান্নান

+100%-

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সুধি সমাবেশে প্রধান অতিথির ভাষনে চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো আব্দুল মান্নান বলেন ,বিজয়নগরের উন্নয়নকে কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা এবং এই উপজেলার কোন উন্নয়ন থেমে থাকবেনা । আর আমি যতদিন বিভাগের দায়িত্বে আছি ততদিন এ উপজেলার কোন অফিসে অফিসারের চেয়ার খালি থাকবেনা। কারন আমি ডিসি থাকাকালীন জীবনের ঝুকি নিয়ে নানা প্রতিকুলতার মধ্যে এই উপজেলার কার্যক্রম শুরু করেছিলাম ।

বৃহষ্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ইয়াছমিন নাহার রুমার পরিচালনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ সামছুল হক , উপজেলা চেয়ারম্যান এড.তানভির ভ’ঞা ,নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ,উপজেলা ভাইসচেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী ,ইউপি চেয়ারম্যান শামিউল হক ,হাজি আক্তার হোসেন প্রমুখ।

এর আগে সকালে তিনি আওলিয়াবাজার ইউনিয়ন ভ’মি অফিসের নবণির্মিত ভবনের উদ্ভোধন করেন