Main Menu

বিজয়নগরে বাল্য বিবাহের দায়ে বরের কারাদন্ড

+100%-

child_marriageডেস্ক ২৪:: জেলার বিজয়নগর উপজেলার গোয়ালখলা গ্রামে  বাল্য বিবাহ করার অভিযোগে  বরকে করাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট আক্তার উন নেছা শিউলির আদালতে এ সাজা প্রদান করে  ।

পুলিশ জানায়, পত্তন ইউনিয়নের গোয়াল খলা গ্রামের মো: জলফু মিয়ার  ছেলে মো: সুনিল মিয়া (২৮) এর সাথে  বিষ্নুপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে চতরপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাএী জানিয়া বেগম (১৪)র  বিয়ে আগামী কাল বৃহষ্পতিবার  দিন ধার্য ছিল । আজ উভয় বাড়ীতে গায়ে হলুদের কার্যক্রম  চলছিল  ।

এসময় বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট  আক্তার উন নেছা শিউলি বিয়ে বাড়িতে হাজির হলে পাএ স্কুল ছাএীর  ভূয়া জন্ম সনদ দেখালে বাল্য বিবাহের অপরাধে মো: সুনিল মিয়া (২৮) কে ২০দিনের কারাদন্ড প্রদান করে  এবং বিয়ে ভেঙ্গে দেন । এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট  আক্তার উন নেছা শিউলি বলেন, ভূয়া জন্মনিবন্ধন সনদ দিয়ে বাল্য বিবাহ করার অভিযোগে পাএ সুনিলকে সাজা প্রদান করা হয়েছে।