বিজয়নগরে গৃহবধূ বিষপানে আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শান্তা আক্তার (২০)। তিনি চম্পকনগর ইউনিয়নের ঘেরাগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী আল আমীনের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, এক বছর আগে প্রবাসী আল আমীনের সঙ্গে একই উপজেলার শ্রীপুর গ্রামের শান্তা আক্তারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে স্বামী আল আমীন পুনরায় প্রবাসে চলে যান। শুক্রবার বিকালে পরিবারের ঘরে থাকা বেগুন ক্ষেতের কিটনাশক পান করে আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, গৃহবধূর মৃৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।