Main Menu

বিজয়নগরে ওসি আলী আর্শাদকে বিদায় সংবর্ধনা প্রদান

+100%-

বিজয়নগর প্রতিনিধি:: বিজয়নগর থানার ওসি আলী আরশাদ কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে,এ উপলক্ষে উপজেলা পরিসদ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধায় প্রেসক্লাব বিজয়নগর এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুস্টান অনুস্টিত হয়,প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ম্রিনাল চোধুরী লিটন এর সভাপতিত্তে ও সাধারন সম্পাদক মোহাম্মদ জিয়াদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, বিশেষ অতিথি ছিলেন নবাগত ওসি নবীর হোসেন,জেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি এড,লোকমান হুসেন,সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,উপজেলা আলীগের যুগ্নসম্পাদক হুসাইন মোহাম্মদ দুলাল,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান , যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান, ইছাপুরা ইউনিয়ন আলীগের সভাপতি ইসহাক সরকার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল মিয়া,যুবলীগ সভাপতি রাস্ট্রু মিয়া,সহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

বিদায়ী ওসি আলী আরশাদ বলেন, ২৮ মাস আমি বিজয়নগর বাসীর ভালবাসা নিয়ে বিজয়নগরের শান্তি রক্ষায় কাজ করেছি এবং আমার যা সফলতা অর্জন হয়েছে তার সবটায় বিজয়নগর বাসীর কৃতিত্ত আর ব্যর্থতা সব আমার কাধে তুলে নিছি,বিজয়নগর বাসীর ভালবাসা আমার চিরদিন মনে থাকবে,প্রধান অতিথির ভাসনে উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ বলেন,বিদায়ী ওসি বিজয়নগরের আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে গেছেন তার বিদায়ে বিজয়নগর একজন দক্ষ অফিসারকে হারাচ্ছে, তার কৃতকর্মের ফল বিজয়নগর বাসী ভোগ করবে।