বিজয়নগরে মাদকসেবীসহ ৬ জনের সাজা-জরিমানা
মো:জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা সেবন করাার অপরাধে চার ব্যাক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
সোমবার বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগন এবং বিজয়নগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর আশ্রয়ণ প্রকল্পের দুলাল মিয়া (৪০) ও চম্পকনগর ইউপি পেটুয়াজুরীর সৌদ(৪০), কামাল(২৫) ও কাহার মিয়া (৩৫)কে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করে।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে সরকারী নির্ধারিত মুল্যের বাইরে অতিরিক্ত মুল্যে আলু বিক্রি করার অপরাধে উপজেলা চান্দুরা বাজারের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও আমতলী বাজরে দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এরা হলেন চান্দুরা বাজারের আলু বাজারের ধ্রুব চন্দ্র রায় ও আমতলী বাজারের আলু ব্যবসায়ী অরবিন্দু দাস।
এসময় তাদের কাছ থেকে সর্তক ও লিখিত অঙ্গীকার নামা নেওয়া হয় যে সরকার নির্ধারিত মুল্যের বাইরে বিক্রি করা হলে আরো কঠোর ব্যবস্হা নেওয়া হবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন বলেন, আটকদের জেল হাজতে প্রেরণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।