Main Menu

বিজয়নগরে বিপুল পরিমান চায়না জাল জব্দ, আটক ১

+100%-

মোঃ জিয়াদুল হক : বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সোমবার রাতে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাল বিক্রির অপরাধে ইয়াসিন মিয়া (১৯)কে আটক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন।

উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন জানান , সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারের এমরান মিয়ার গোডাউনে অভিযান পরিচালনা করে জাল বিক্রির সময় ১ জনকে হাতে নাতে আটক করে এবং ৮০ টি চায়না জাল প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন জানান,মৎস্য সুরক্ষা আইন১৯৫০ অনুসারে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এসময় অবৈধ জাল বিক্রি ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির আইন ১৮৬০ সালের ১৮৬ ধারায় ইয়াসিন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।






Shares