বিজয়নগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের ইসলামপুরে মরহুম আতাউর রহমান মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ইসলামপুর মিয়ার ফিল্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্টানে জেলা আওয়ামী লীগের নেতা কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলাল এবং আরফান মিয়া লিমনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশেদুল হক জিন্টু, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইজাজুর রহমান রাকিব, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, তিতাস হাসপাতালের পরিচালক নাজমুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুনির্মল সাহা, ঝলক উন নবী, এড.মাসুদ রানা কুরাইশি, বাজার কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক কেসলু,ইমরানুর রহমান নিপু প্রমুখ।
খেলায় পশ্চিম পাড়া একাদশকে আতাউর রহমান মিয়া স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে পরাজিত করে।