Main Menu

বিজয়নগরে জাতীয় শিশু দিবস পালন 

+100%-
বিজয়নগর  সংবাদদাতা: বিজয়নগরে আজ রবিবার  বিভিন্ন কর্ম সূচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।সকাল ১০ টায়  বন্গববন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন,  মুক্তিযোদ্ধাকমান্ড,প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন।পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী শেষে  উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল আলমের  সভাপতিত্বে ও এসিল্যান্ড মেহেদি হাসান শাওনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাসুম, ওসি তদন্ত হাসান জামিল, প্রানী সম্পদ কর্মকর্তা ডা,আরিফুর রহমান, কৃষি অফিসার সাব্বির আহমেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, সাবেক  মুক্তিযুদ্ধা কমান্ডার দবীর উদ্দিন ভুইয়া, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুনির্মল সাহা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী,  প্রমুখ।