Main Menu

নানা আয়োজনে সোনামুড়া প্রবাসী মানব কল্যাণ সংগঠনের বর্ষপূর্তি উদযাপন

+100%-

বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোনামুড়া প্রবাসী মানব কল্যাণ সংগঠনের প্রথম বর্ষপূর্তি নানা আয়োজনে পালিত হয়েছে। আজ (২৯ জানুয়ারী) শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়। কর্মসূচির মধ্যে সকালে সোনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৪শ লোকের অধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।

পরে বিকাল ৩ টায় সোনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও এহসানুল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন হযরত মাওলানা আবদুর মুকিত দেওবন্দী, সাবেক মেম্বার মাওলানা আবুল বাশার, ইউপি সদস্য নাছির উদ্দিন, আবদুর রহমান, সিরাজুল ইলাম, সামসু মিয়া, আবু তাহের, মোঃ এনু মিয়া, সংগঠনের উদ্যোক্তা মোঃ কাউছার আলম, সভাপতি জাকারিয়া ইসলাম হিমেল, সহ-সভাপতি মাওলানা কামাল খান, প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রনিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।