চাল আত্মসাতের অভিযোগে বিজয়নগরের এক ইউপি সদস্য বরখাস্ত
মো,জিয়াদুল হক বাবু:: ১৮ বস্তা চাল আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত হওয়া মেম্বার হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউপি’র ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছা. নিলুফা খাতুন।
এ নিয়ে দেশে ৫৯ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২০ জন ইউপি চেয়ারম্যান, ৩৬ জন ইউপি মেম্বার, একজন জেলা পরিষদ সদস্য ও দুইজন পৌরসভার কাউন্সিলর।
« সরকারি নির্দেশ না মানায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই লক্ষাধিক টাকা জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবা উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্যপরিষদের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন »