অভিনব পন্হায় গাজা পাচার:: গ্যাস সিলিন্ডারসহ যুবক আটক
ডেস্ক ২৪:: বিজয়নগরে ৪৫ কেজি গাঁজা ও ৮টি গ্যাস সিলিন্ডারসহ মো. ইকবাল হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে উপজেলার মেরাসানী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন।
আটক ইকবাল হোসেন মেরাসানী গ্রামের কাহার মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভোরে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি বিজিবির জুনিয়র কর্মকর্তা মো. সাইফুর ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মেরাসানী মধ্যপাড়া এলাকা থেকে ৮টি গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪৫ কেজি ভারতীয় গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করে।
অপরদিকে কর্ণেলবাজার সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মমর্তা মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার তুলাইশিমুল এলাকায় অভিযান পরিচালনা করে গত রাতে ১৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ঐ সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর পৃথক একটি অভিযানে আখাউড়া উপজেলার শিবনগর এলাকা হতে সকাল ১০টায় ২৯ বোতল হুইস্কি জব্দ করেছে। আটককৃত আসামীকে বিজয়নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন।