বিজয়নগরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগর প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মদ ও গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককরা হলো- কেশবপুর গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী শামীমা আক্তার (৪০) ও একই গ্রামের মৃত ইয়াছিন মিয়ার স্ত্রী মমতা বেগম (৪৫)। তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামে মাদকদ্রব্য উদ্ধারের জন্য অভিযান নামে পুলিশ। অভিযান চলাকালে ১০ বোতল দেশীয় মদ, ২২ বোতল ভারতীয় ইস্কফ ও সাড়ে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শামীমা ও মমতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।