বিজয়নগরে মুক্তিযোদ্ধার উপর হামলাকারী গ্রেফতার
প্রেস রিলিজ::বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদ উদ্দিন ভূইয়া পিতা-মৃত-ফোরকান উল্লাহ ভূইয়া উপর প্রতিবেশী দৃস্কৃতিকারী কর্তৃক গত ২৬/০৭/২০১৫ ইং তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকার সময় আক্রান্ত হইলে উক্ত বিষয়ে ০৪ জন কে আসামী করিয়া মামলা করে। বিজয়নগর থানার মামলা নং-৪৮(৭)১৫ রুজু করা হয়। উল্লেখিত মামলার এজাহার নামীয় আসামী মোঃ জনি ভূইয়া (২৬) পিতা-আলমগীর সাং-বিষ্ণুপুর থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব এর নেতৃত্বে চম্পকনগর পুলিশ ক্যাম্পের আই.সি এসআই মহিউদ্দিন আহম্মেদ উক্ত আসামীকে গ্রেফতার করে। উক্ত বিষয়ে অভিযান অব্যাহত আছে।
« মামলা তুলে না নেয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু »