Main Menu

মামলা তুলে না নেয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা

+100%-

ডেস্ক ২৪::বিজয়নগরে থানা থেকে মামলা তুলে না নেয়ায় শহিদ উদ্দিন ভূঁইয়া নামে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন কমান্ডারের ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গত রোববার রাত ৯টায় উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বিষ্ণুপুর গ্রামের আলমগীর হোসেন ভূঁইয়ার ছেলে সানি ভূঁইয়ার নেতৃত্বে একদল যুবক ওই মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়েছে বলে শহিদ উদ্দিন ভূঁইয়ার দাবি। জানা গেছে, শহিদ উদ্দিন ভূঁইয়া বিষ্ণুপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি একই সঙ্গে বিষ্ণুপর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট কর্মকর্তা ছিলেন।






Shares