Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ আটক ১২

+100%-

প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দুদল গ্রামবাসীরর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ও বিকেলে দু দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নৌকার ভাড়াকে কেন্দ্র করে চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী ও বড়বাড়ির দু ব্যাক্তির মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে নাজিরা বাড়ির শহীদ মেম্বার ও বড়বাড়ির সানাউল্লাহ মাষ্টারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম দফা সংঘর্ষ থামার পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় তারা। এতে দুদলের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১২ জনকে আটক করেছে।

এদিকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় স্থানীয়রা বুল্লা গ্রামের একটি বিলে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।






Shares