বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি, হামলায় আহত আট, লুটপাট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর যাত্রীবাহী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলার সাতবর্গ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের এলোপাথারি হামলায় আটজন আহত হয়। ডাকাতরা যাত্রীদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকটি মোবাইল ফোন সেট, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের রসিক লাল সাহার ছেলে রাজু সাহা বরযাত্রী নিয়ে সাতবর্গ গ্রামের পঙ্কজ মাস্টারের বাড়ির বিয়েতে আসে। বিয়ের অনুষ্ঠানের পর একটি মাইক্রোবাস নিয়ে সাতজন বরযাত্রী ফেরার পথে বিয়ে বাড়ির কাছেই ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা সড়কে খড়ের গাদা ফেলে তাদেরকে আটকায়। প্রথমেই ডাকাতরা যাত্রীদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে বরযাত্রী দুলাল সাহা, প্রবীর সাহা, পঙ্কজ সাহা, অপু সাহা, দীপঙ্কর সাহা, চালক মো. নজরুল মিয়া রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরে গুরুতর আহত নজরুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ডাকাতির ঘটনায় বিয়ে বাড়িতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ সেখানে যায়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরযাত্রীদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবেই সেখানে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় নি।