আ. লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে লেবাননে গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
ডেস্ক ২৪:: বৈরুতে প্রতিপক্ষের গুলিতে সজীব শিকদার (২৩) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রোববার রাত নয়টার দিকে মর্মান্তিক এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। তবে তার পরিবারের লোকজন সোমবার বিকেলে জানতে পারেন। নিহত সজীব শিকদারের বাবার নাম শামসু শিকদার। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর হরষপুর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। নিহত সজীবের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন সজিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) মোবাইল ফোনে ফোন করে তাদের এ খবর জানিয়েছেন। নিহত সজীব শিকদার লেবাননে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেখানে দলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হয়েছে তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ »