Main Menu

মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার

+100%-

গত ০৯ এপ্রিল ২০১৫খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার),পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মেরাশানী পলিটেকনিক একাডেমী, বিজয়নগর ২০জন শিক্ষার্থীকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করায় মেধার সম্মাননা স্বরূপ পুরস্কার এবং মেরাশানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে সচেতনতা সভা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরাশানী পলিটেকনিক একাডেমী, বিজয়নগর এর প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোঃ তানভীর ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ বশিরুল হক ভূঞা, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা জনাব সহিদ খালিদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হারুন-অর-রশিদ, সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম, মেরাশানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি জনাব সফিউদ্দিন চৌধুরী বাবুলসহ আরো অনেকে। পুলিশ সুপার উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও সকলের উদ্দেশ্যে বলেন যে, জাতির সাফল্য অর্জনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরো বলেন যে, বাল্য বিবাহ রোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং কুসংস্কারের কালো থাবায় পতিত হয়ে কোন পিতা-মাতা কিংবা কেউ যদি জোর করে অপ্রাপ্ত অবস্থায় ছেলে বা মেয়েকে বিয়ে দিতে চায় তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করার অনুরোধ জানান। তাছাড়া শিক্ষার্থীদের যেকোন সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদা প্রস্তুত বলে পুলিশ সুপার উপস্থিত সকলকে অবহিত করেন। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়ায় ভাল করার লক্ষে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং মেরাশানী এলাকাটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের প্রবণতা বেশী, তাই মাদকের ছোবল থেকে দূরে থাকতেও উপস্থিত সকল শিক্ষার্থীদের উপদেশ দেন।প্রেস রিলিজ






Shares