বিজয়নগরে শিলা বৃষ্টিতে ফসলাদি বিনষ্ট::কৃষকরা দিশেহারা
সারুয়ার হাজারী বিজয়নগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিলা বৃষ্টিতে ফসলাদি বিনষ্ট হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পরেছে । জানা যায় গতকাল রাতে শিলা বৃষ্টি উপজেলায় আগাত হানে এতে ধানের জমি সহ মৌসমী ফসলাদি মারাত্বভাবে নষ্ট হয় । এ ব্যপারে উপজেলার হরষপুর ইউনিয়নের বড়চাল গ্রামের দরিদ্র আবুল ফজল কৃষক জানান তার প্রায় ০৫ বিঘা জমি শিলা বৃষ্টিতে নস্ট হয়েছে । এতে প্রায় বিশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন । এমনই ভাবে উপজেলার ডালপা গ্রামের গেদু মিয়া কৃষক জানান তার চার বিঘা জমি ও একই ভাবে নষ্ট হয়েছে তার ক্ষতি প্রায় আটার হাজার টাকা বলে তিনি উল্লেখ করেন । তাছাড়াও উপজেলার চর ইসলামপুর, খাদুরাইল,বড় পুকুর পাড়,নাজিরাবাড়ী ,রসুলপুর সহ বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি মারাত্বক ক্ষতি করেছে ।
« শহরের জলাবদ্ধতা নিরসনে সাবাইকে ড্রেনে ময়লা ফেলা বন্ধ করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন (পূর্বের সংবাদ)