বিজয়নগরে কৃষককে পিটিয়ে হত্যা
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/dev.brahmanbaria24.com/wp-content/uploads/2013/09/kill2012092421171120130817083854_671.jpg?resize=450%2C350)
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকায় মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের তোরাব আলীর সাথে একই গ্রামের আব্দুল আজিজের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তোরাব আলীর সমর্থকরা আব্দুল আজিজের ছেলে মাহফুজ মিয়াকে পিটিয়ে হত্যা করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার করা হবে।
« নবীনগরে ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ :: ধর্ষক গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে কৃষককে পিটিয়ে হত্যা »