Main Menu

বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত

+100%-

প্রতিনিধি:: গত ২৭/০১/২০১৫ ইং রোজ- মঙ্গলবার বিজয়নগর উপজেলার বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে। ভোটারের উপস্থিতি সাধারণ জনগণের নজরে পড়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। মোট ভোটার সংখ্যা ৪০১ জন। ভোট প্রয়োগ করেন ৩৪০ জন। উপস্থিতির হার ৮৬%। এতে অভিভাবক পুরুষ পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৩ জন প্রতিদ্ধন্ধিতা করেন। উক্ত নির্বাচনে শাহজাহান মিয়া ২০৭ ভোট পেয়ে প্রথম স্থান, লুৎফুর রহমান ১৯৩ ভোট পেয়ে ২য় স্থান, শিশু মিয়া ১৯১ ভোট পেয়ে ৩য় স্থান ও সায়েদুল ইসলাম ১৫৭ ভোট পেয়ে ৪র্থ স্থান লাভ করেন। সংরক্ষিত মহিলা পদে মরিয়ম নেছা ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি নাজমা বেগম ৯০ ভোট পেয়েছে। এ বিষয়ে নির্বাচনের প্রিজাইডিং অফিসার শহীদ খালিদ জামিল খান জানান, নির্বাচন যথাসম্ভব অবাধ ও সুষ্ঠূ হয়েছে। এ বিষয়ে হরষপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান নির্বাচনে ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণ করে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেন। এলাকার জনগণ জানায় দীর্ঘ এক মাস যাবৎ ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি দেখা গিয়াছে। এ বিষয়ে বুল্লা, হাজিপুর, হাতুড়াপাড়া, পাইকপাড়া গ্রামের ও বিদ্যালয় গেইট ম্যান এলাকার মুরব্বী আবু সায়েদ গ্রাম সরকার জানান, উক্ত নির্বাচনটি আমাদের যথেষ্ট আনন্দ দিয়েছে।






Shares