Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পরে সংঘর্ষে ২৫জন আহত , ৪০ টি দোকান ভাংচুর

+100%-
শামীম উন বাছির: মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে কমপে ২৫জন আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা উভয়পরে ৪০ টি দোকান ভাংচুর চালায় এবং ৫টি দোকানে লুটপাট করে। জানা যায়, সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের মেরাজ মিয়াকে বালু রাখাকে কেন্দ্র করে বুধন্তি গ্রামের হোসেন মিয়া মারধোর করে। এ খবর ছড়িয়ে পড়লে কেনা গ্রামের  শতাধিক লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বুধন্তি গ্রামে হামলা চালায়। সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ শুরু হয়ে দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পরে কমপে ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে রহমত আলী (২৪), মামুন (২০), আবেদ (৫০), মনু মিয়া (১৮), হামিম (২২), শফিক (২৫), মোশির্দ (২০), শিপন (৩৫), নিজামী (২৮) হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পরে দাঙ্গাবাজরা বুধন্তি বাজার ও কেনা বাজারের ৪০টি দোকানঘর ভাংচুর চালায় এবং ৫টি দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রাম্য সর্দারগন সালিশের মাধ্যমে তা শেষ করবে বলে আমাকে জানান।






Shares